বিকাশ মজুমদার এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

হাতুড়ি ঠোকে

আমার এ ক্ষুদ্র তরী ক্ষুদ্রতর
বৈতরনী ব্যবধান পার হয়ে জানি
কোনদিন ভিড়বেনা তোমার ঘাটে
পড়ে থাকবে ব্যবধান যোজন যোজন।

আকাশের নাক্ষত্রিক বালুকারাশি
মিটিমিটি জ্বলবে… পুড়বে…
আর ধূসরতা ফুল হয়ে বুকের গহিন কোণ
বারবার শুনে যাবে দূরাগত বাঁশরীর কম্পমান সুর।

অন্ধকার রাত্রির কীট সমুদয় বিষাদের নীল শয্যা ঘিরে
চারিদিকে উৎসব উৎসব মিছিলে মেতে
রাত্রির ঘুম সুখে হাতুড়ি ঠোকে।

ভাঙ্গা বাঁশীর গান

রাতের আসরে এসো
উৎসবে উৎসবে ভুলে যাব বন্ধ্যা সময়
ডুব আর সাঁতারে ভেজাবো জীবন

জুবলে থাক লালবাতি
রাস্তায় গাড়িদের মিছিল থামুক

অনামিকা পথ চেয়ে পড়ে থাক রোগ শয্যায়।

এখানে একতারা গান গাবে
খঞ্জনী মুদঙ্গ সব ভুলে ঢেউ তুলে বাজবে নাচবে রাধা।

বোধের সাগরে ঝড় উথাল পাতাল
পাশে মাতাল সময় করে খেলা
পড়ে থাক শহরের সব ঘরে তালা
খিড়কির পথ ধরে এসো পৌছে যাই রাতের আসরে
একতারা গান গাবে
লুকিয়ে রূপের মোহ এসো, বাউলের রং মেখে বাউল হব।

মন্তব্য: