পরিতোষ হালদার

Share on facebook
Share on twitter
Share on linkedin

নাম

মহাশূন্যে বীজ বুনেছি শূন্য ফলের বীজ
ফল ফুটলে দাদা আমার
শুন্য করিস নিজ

একটি আকাশ তোর দুহাতে আরটি না কি বুক
কে বলেছে আমার বুকে
আজন তোর সুখ

আমার বুকে আমার বসত আমার বাড়ি ঘর
আমার সুখে আমি খাকি- তুই কি আমার পর
কে আমি আর কে তুই দাদা ভাবি অহর্ণিশ
মনুমেক্টে উঠে দাদা
নামটি জানান দিস

মন্তব্য: